বহুমুখী গ্রাম সমবায় গড়তে পারলে দরিদ্র থাকবে না

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৭ ১৫:৫৯:০১


গ্রামগুলোতে বহুমুখী গড়ে তুলতে পারলে বাংলাদেশে কোন দরিদ্র থাকবে না। আমরা দারিদ্র্যতা নির্মূল করতে পারব। কাজেই, সমবায়ে যারা আছেন প্রত্যেকে সেভাবে কাজ করে যাবেন। বাংলাদেশকে যেন আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারি।

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত হন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে একটি বাড়ি একটি খামারের সঙ্গে আমরা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থা করছি। যা শুধু প্রকল্পের ওপর নির্ভরশীল থাকবে না। কাজ করলে ব্যাংকে টাকা জমবে এবং সেখান থেকে মূলধন নিয়ে তারা ব্যবসা করতে পারবে। আমরা প্রত্যেক পরিবারকে আত্মনির্ভরশীল করতে চাই। ভিটেমাটি ছেড়ে কাউকে যেন দেশান্তরিত হতে না হয় এজন্য আমরা ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছি।

সানবিডি/এনজে/৩:৫৭/১১.৭.২০২০