বই পেতে শুক্রবারে স্কুলে যেতে হবে শিক্ষার্থীদের
আপডেট: ২০১৫-১২-২২ ১৮:৫০:১৩
বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক বিতরণের ‘ধারাবাহিকতা’ বজাঁয় রাখতে আাগামী ১ জানুয়ারি শুক্রবার বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। তবে শুক্রবার স্কুল খোলা থাকলেও কোনো ক্লাস হবে না। শিক্ষকরা শুধু বই বিরতণ করবেন, কোন পাঠ্যদান নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি। তারপরও ধারাবাহিকতা বজাঁয় রাখতে ওইদিনই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হবে।আর মাধ্যমিকের ‘পাঠ্যপুস্তক উৎসব’ হবে ২ জানুয়ারি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার নতুন বছরের প্রথম দিন মিরপুরের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন।
অন্যদিকে ২ জানুয়ারি রাজধানীর সরকারি ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ৩৪ কোটি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ ডিসেম্বর পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন।
গত কয়েক বছর ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বর্ণিল আয়োজনে একই স্থানে পাঠ্যপুস্তক উৎসব করে এলেও এবার ছোট আর বড়দের উৎসব আলাদা হয়ে গেল।
দেশের এক লাখ আট হাজার ৫৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে দুই কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন। আর এসব বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা চার লাখ ৮২ হাজার ৮৮৪ জন।
সানবিডি/ঢাকা/এসএস