আগৈলঝাড়ায় যুবককে কুপিয়ে আহত করলো বখাটেরা

প্রকাশ: ২০১৫-১২-২২ ১৯:০৬:৫৭


barishalবরিশালের আগৈলঝাড়ায় টেম্পু চালককে মারধরের প্রতিবাদ করায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বাগানে ফেলে রাখে বখাটেরা। মূমূর্ষ অবস্থায় ওই যুবককে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানিয়েছে।

স্থানীয় ও আহত পরিবারসূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের কাজিরহাটে সোমবার দুপুরে এক টেম্পু চালককে বেলুহার গ্রামের বখাটে সোহাগ ভুঁইয়া, আমিনুল ভুঁইয়া, মুরাদ ভুঁইয়াসহ ৪-৫ জনের একটি দল মারধর করতে থাকে।

এসময় দক্ষিণ সেরাল গ্রামের নান্নু ভুঁইয়ার ছেলে সুজন ভুঁইয়া (১৮) মারধরের প্রতিবাদ করলে তাদের সাথে তার বাকবিতন্ডা হয়। এর জের ধরে সোমবার রাতে বখাটে আমিনুল ভুঁইয়ার নেতৃত্বে ৪-৫জনের একটি দল সুজন ভুঁইয়াকে বাড়ি থেকে ডেকে ধরাধর দীঘির পাশে একটি বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে।

পরে স্থানীয়রা উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বরিশাল আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে সুজনের পরিবারসূত্রে জানা গেছে।

সানবিডি/ঢাকা/রাআ