রাতভর অভিযানে শতাধিক আটক

প্রকাশ: ২০১৫-১২-২৩ ১০:৪২:০৫


Atok.2জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ১০০ জনকে আটক করেছে পুলিশ।  জেলা পুলিশের বিশেষ টিম পরিচালিত এ অভিযানে ২০০ লিটার চোলাই মদ, ২ গ্রাম হিরোইন ও ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল বাংলানিউজকে আটকের বিষয়টি জানিয়েছেন ।

তিনি জানান, রাতভর অভিযানে জোড়ারগঞ্জ থেকে ২৫০ পিস ও পটিয়া থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাঁশখালী থেকে উদ্ধার করা হয় ২০০ লিটার মদ। এছাড়া সীতাকুণ্ড থেকে ২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

অভিযানে নিয়মিত মামলায় ২২ জন এবং সাজা পরোয়ানামূলে ৭৮ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সানবিডি/ঢাকা/এসএস