২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা

প্রকাশ: ২০১৫-১২-২৩ ১২:৪৮:৩৮


sayed k_90543২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি জানান, জনসম্পৃক্ততার মাধ্যমে পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ার লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন। ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে পালন করা হবে। এসময় তিনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলনসহ সাত দফা কর্মসূচি ঘোষণা করেন।

সানবিডি/ঢাকা/এসএস