আসছে রানার ‘নাচরে পাগল নাচ’
প্রকাশ: ২০১৫-১২-২৩ ১৩:৫৫:৩৩
হালের সাড়া জাগানো ও আলোচিত সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এফ এ সুমনের ‘জানেরে খোদা জানে’ গানের মিউজিক ভিডিওর মধ্য দিয়ে মডেলিংয়ে যাত্রা করেন সোহেল রানা।
প্রথম মিউজিক ভিডিওর ব্যাপক সাফল্যের পর আবারও নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন তিনি। ‘নাচরে পাগল নাচ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন কণ্ঠশিল্পী সানিয়া রুমা। গানটির সংগীতায়োজন করেছেন মহিদুল হাসান।
রাজধানীর কাকরাইলের একটি অভিজাত হোটেলে সেট বানিয়ে গানটির চিত্রধারণের কাজ করা হয়েছে। মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা এস এম তুষার। ভিডিওচিত্রটি খুব শিগগিরই বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
সানবিডি/ঢাকা/এসএস