রাবিতে ওয়ান পয়েন্ট পাওয়ার সাপ্লাই সিস্টেমের উদ্বোধন
প্রকাশ: ২০১৫-১২-২৩ ১৮:২০:২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্ধোধন করা হয়েছে ওয়া পয়েন্ট পাওয়ার সাপ্লাই সিস্টেমের। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়নের জন্য কর্তৃপক্ষ ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে একটি ১১ কেভি সুইচ গিয়ার ও ওয়ান পয়েন্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম উদ্বোধন করেছে।
এই সুই চগিয়ার স্থাপনের মাধ্যমে ক্যাম্পাসের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার নিয়ন্ত্রণ করা যাবে। সঞ্চালন ব্যবস্থায় কয়েকটি ফিডার থাকায় বিদ্যুৎতের লোডসেডিং এর সময়েও ক্যাম্পাসের সকল অংশ এক সাথে বিদ্যুৎবিহীন হবে না।
এসময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, প্রধান প্রকৌশলী।মো.সিরাজুমম নিরসহ প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সানবিডি/ঢাকা/এসএস