ইথিওপিয়ায় ১০৪ পোশাক শ্রমিক আটকা পড়েছেন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৪ ১৫:০০:৪৬


ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে চলা সংঘাতে ১০৪ প্রবাসী শ্রমিক আটকা পড়েছেন।তাদের অন্যত্র সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের একটি গার্মেন্ট কোম্পানি।

এ বিষয়ে ডিবিএল ইন্ডাস্ট্রিজ পিএলসি নামের ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান, আমাদের কারখানা চত্বরে বোমা ফেলা হয়েছে এবং ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য শ্রমিকদের সহায়তার প্রয়োজন।

গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের কর্মীরা এখন নিরাপদে আছেন। বিরোধপূর্ণ অঞ্চল থেকে শ্রমিকদের সরিয়ে নিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি।

সানবিডি/এনজে/২:৫৯/১১.১৪.২০২০