রাবিতে ৩৮তম এ্যাথলেটিক্সে টানা ৬ বার চ্যাম্পিয়ন জিয়া হল
প্রকাশ: ২০১৫-১২-২৩ ২০:৩৯:৩০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৮তম এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় টানা ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জিয়াউর রহমান হল। টানা ছয়বার চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দর্যালী করেছে শহীদ জিয়াউর রহমান হলের সকল শিক্ষক-শিক্ষার্থী। বুধবার বেলা ১২টায় আনন্দর্যালীটি হলের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অনিল চন্দ্র দেব, আবাসিক শিক্ষক দীলিপ কুমার সরকার এবং ক্রীড়া শিক্ষক সারিফুল ইসলাম সবুজসহ হলের শিক্ষার্থীরা।
উল্লেখ্য গত ২১ ও ২২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত আন্তঃকলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শহীদ জিয়াউর রহমান হলসহ বিশ্ববিদ্যালয়ের সবকয়টি হল অংশগ্রহন করে। এতে জিয়াউর রহমান হল ১৪টি ইভেন্টের মধ্যে অধিকাংশ ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানসহ মোট ৫৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক ৩২পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ