জাবিতে ২২তম ব্যাচের ২২ বছর পূর্তি উদযাপন
আপডেট: ২০১৫-১২-২৫ ২২:৫৭:৫৩
‘দেখা হবে বন্ধু’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২২মত ব্যাচের শিক্ষার্থীরা ২২ বছর পূর্তি উদযাপন করেছে।
শুক্রবার সকাল ১১টায় কেক কেটে ২২ বছর পূর্তির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়েরসহ ২২ব্যাচের শিক্ষার্থীরা।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল- প্রীতিভোজ, র্যাফেল ড্র, স্মৃতিচারণ, সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ।
অনুষ্ঠানের আহ্বায়ক তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গেও আমাদের যোগাযোগ অব্যাহত থাকুক। এই লক্ষ্যে আমরা কিছু কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি।
এর মধ্যে দরিদ্র ও মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তি, ক্যাম্পাসে ভাস্কর্য নির্মাণ, কর্মচারীদের জন্য চিকিৎসার ব্যবস্থা, তাদের সন্তানদের শিক্ষার ব্যয়ভার বহন, পথশিশুদের শিক্ষার প্রয়োজনীয় উপকরণ সরবরাহ।
তিনি আরও জানান, আমরা বিভিন্ন সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সংযোগ রক্ষা এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করবো।