নিয়তিতে ফিরছেন রেসি!

প্রকাশ: ২০১৫-১২-২৬ ১১:০২:৫১


rashiপ্রায় দুই বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এক সময়ের ব্যস্ততম চিত্রনায়িকা রেসি। বিরতির পর আবার চলচ্চিত্রে ফিরছেন তিনি। এবার রেসি প্রথমবারের মতো একটি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘নিয়তি’। ছবি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু।

এ মুহূর্তে থাইল্যান্ডে ছবিটির শুটিং চলছে। পরে রেসির শুটিং ঢাকাতেও হবে। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে রেসি বলেন, ‘রাজু ভাই অনেক গুণী পরিচালক। তার সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক আগে থেকেই।

ছবির গল্প ভালো লেগেছে। অতিথি চরিত্র হলেও আমার চরিত্রের গুরত্ব অনেক বেশি। আশা করছি হলেও দর্শক আমাকে বেশ গুরুত্বের সঙ্গেই ছবিটিতে দেখতে পাবেন।’  ‘নিয়তি’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন আরিফিন শুভ ও জলি। এদিকে রেসি বর্তমানে বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবিতে অভিনয় করছেন।

সানবিডি/ঢাকা/এসএস