১০০ কোটির ক্লাবে বাদশার ছক্কা
প্রকাশ: ২০১৫-১২-২৬ ১১:১১:৫৫
বলিপাড়ায় ১০০ কোটির ক্লাবে ছক্কাই হাঁকিয়ে দিলেন শাহরুখ ‘দিলওয়ালে’ খান৷ এই নিয়ে পরপর ছ’বার একশো কোটির ক্লাবে জায়গা করে নিল বাদশার ছবি৷ ‘দিলওয়ালে’র বক্স অফিস কালেকশন এই মুহূর্তে ১০২.৫ কোটি৷
‘দিলওয়ালে’ মুক্তির পর নানা প্রতিরোধের মুখে পড়তে হয়েছে ছবিটিকে৷ অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের মন্তব্যের জেরে বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদীর কোপে বন্ধ হয়ে গিয়েছে ছবির প্রদর্শনী৷ কিন্তু বাদশার জয়রথ কেউ আটকাতে পারল না৷ একটু ধীর গতিতে হলেও ‘দিলওয়ালে’ ঢুকে পড়ল একশো কোটির ক্লাবে৷
এর আগে তাঁর পাঁচটি ছবি জায়গা করে নিয়েছে এই ক্লাবে৷ কোন কোনওটি আবার ২০০ কোটি পর্যন্তও উপার্জন করেছে৷ পরিসংখ্যান অনুযায়ী পরপর পাঁচটি ছবির ব্যবসায়িক সাফল্য এরকম-
হ্যাপি নিউ ইয়ার- ২০৫ কোটি
চেন্নাই এক্সপ্রেস-২২৭ কোটি
যব তক হ্যায় জান-১২২কোটি
ডন ২-১০৭ কোটি
রা ওয়ান-১১৪কোটি
বলিপাড়াতেও এবছর লক্ষ্মীলাভ সন্তুষ্টিজনক৷ ‘দিলওয়ালে’ সমেত মোট পাঁচটি ছবি এবছর জায়গা করে নিয়েছে ১০০ কোটির ক্লাবে৷ সেগুলি হল-
বজরঙ্গি ভাইজান- ৩২১ কোটি
প্রেম রতন ধন পায়ো-২১০ কোটি
তানু ওয়েডস মানু রিটার্নস-১৫২ কোটি
এবিসিডি-এনইবডি ক্যান ডান্স ২- ১০৭ কোটি
অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী এ বছর পরপর দু’বার বাউন্ডারি হাঁকিয়েছেন সলমন খান৷ তবে চমকে দিয়েছেন বরুণ ধাওয়ান৷ ‘দিলওয়ালে’ ও ‘এবিসিডি ২’ মিলিয়ে তিনিও এবছর দু’বার পৌঁছে গিয়েছেন এই ক্লাবে৷
‘দিলওয়ালে’ প্রতিদ্বন্দ্বিতা পেয়েছে ‘বাজিরাও মস্তানি’র থেকেও৷ প্রথমদিকে তেমন ভাল ফলাফল করতে না পারলেও, পরে ব্যাপক সাফল্য পেয়েছে ছবিটি৷ এখনও অবধি ছবির উপার্জন ৭৫.৬৩ কোটি৷ ফেস্টিভ সিজনে এ ছবিও পৌঁছে যেতে পারে এই ক্লাবে৷ সেক্ষেত্রে ১০০ কোটির ক্লাবে বলিউডেরও ওভার বাউন্ডারি হবে৷
সানবিডি/ঢাকা/এসএস