ব্রিটিশরা দুটি ভালো জিনিস রেখে গেছে : মুহিত
প্রকাশ: ২০১৫-১২-২৬ ১৩:১৫:৫৬
ব্রিটিশরা আমাদের দেশে দুটি ভালো জিনিস রেখে গেছে বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ দুটি জিনিস হলো- ইংরেজি ভাষা ও বিচার ব্যবস্থা (সিস্টেম অব জাস্টিস) প্রণয়ন।
শনিবার সকালে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৫ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি ব্রিটিশের রেখে যাওয়া এ দুটি জিনিসের প্রশংসা করেন।
আবুল মাল মুহিত বলেন, ‘ব্রিটিশ বিচার ব্যবস্থা অনেক পুরনো। আমরা তাদের অধীনে ১৯০ বছর ছিলাম। সে সময় তাদের কাছ থেকে দুটো ভালো জিনিস পেয়েছি। ইংরেজিতে আমরা বেশ এগিয়ে রয়েছি। তারা সে সময় এ অঞ্চলে ইংরেজি না আনলে আমরা হয়তো অনেক পিছিয়ে থাকতাম। আর বিচারের জন্য যে ব্যবস্থার প্রণয়ন করেছেন তার সঙ্গে আমাদের বর্তমান ব্যবস্থার অনেক মিল রয়েছে।’
বিচার ব্যবস্থায় ব্রিটিশরা আরো একটি বড় কাজ করে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ তাদের কাজ করবে এটা নিয়মতান্ত্রিক। তবে স্ববিবেচনার একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন তারা। আমাদের কোর্টগুলো এটি নির্ধারণ করে দিয়েছে।’
এ উপ মহাদেশে ১৮৬৩-৬৫ সাল থেকেই রাজনীতির সূচানা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সে সময় থেকেই মূলত এ অঞ্চলে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা শুরু হয়। আমরা সেটা করতে পেরেছি। বিচার বিভাগের স্বাধীনতার ভালো ইতিহাস রয়েছে আমেরিকায়। সেখানে জর্জ মার্শাল নামের এক প্রধান বিচারপতি ছিলেন। তিনি তাদের কন্সটিটিউশনকে বেশ প্রভাবিত করতে পেরেছেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ আরো অনেকে।
সানবিডি/ঢাকা/এসএস