এই অসহিষ্ণু ভারত প্রিয়াঙ্কার অচেনা

প্রকাশ: ২০১৫-১২-২৬ ১৪:২৩:১৩


Priyanka-Chopraএই ভারত প্রিয়াঙ্কার অচেনা, তিনি এই ভারতে বড় হয়ে ওঠেননি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে এই ভাবেই অসিষ্ণুতা প্রসঙ্গে মুখ খুললেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

তিনি বলেন, ছোটবেলা থেকে যে মূল্যবোধ নিয়ে তিনি বড় হয়েছেন, বর্তমান ভারতের বৈষম্যমূলক পরিস্থিতির সঙ্গে তার কোনও মিল নেই। নাম না করেই পাশে দাঁড়ালেন বলিউডের আরও দুই মহাতারকা শাহরুখ ও আমির খানের।

প্রিয়াঙ্কা মনে করেন, ‘আজ আমি যা বলছি হয়ত তার জন্য আমাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হবে। হয়ত বলা হবে একজন নারীর এই ধরনের কথা বলার অধিকার নেই। কিন্তু আর চুপ করে থাকতে পারছি না। এ দেশে অভিনেতারা সহজ টার্গেট। আমাদের কি স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকারও নেই?’

সিনেমার রাজনীতিকরণের তীব্র বিরোধিতা করেছেন বলিউডরে এই জংলি বিল্লি। অকারণ বিতর্ক তৈরি যে ভাবে একের পর এক সিনেমার প্রদশর্নী বন্ধ করে দেওয়া হচ্ছে তার প্রকৃত উদ্দেশ্য নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সাফ জানিয়েছেন, এটাও আসলে এক ধরনের অসহিষ্ণুতাই। গত ১৭ ডিসেম্বর অসহিষ্ণুতা প্রসঙ্গে মতামত জানিয়ে টুইট করেছিলেন এই বলিউড ডিভা।

সানবিডি/ঢাকা/এসএস