এপ্রিলে উৎপাদনে যাচ্ছে এনভয় টেক্সটাইলের স্পিনিং ইউনিট

প্রকাশ: ২০১৫-১২-২৬ ১৬:১৮:০০


envoy-600x371ব্যবসায়িক ক্রমবিকাশের অংশ হিসেবে ২০১৬ সালের এপ্রিলে উৎপাদন শুরু করতে পারে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের স্পিনিং ইউনিট।

আজ শনিবার রাজধানীর সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান কোম্পানির চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ।

তিনি বলেন, টেকসই ব্যবসা ও কাঁচামালের নিরবচ্ছিন্ন যোগান নিশ্চিত করতে বার্ষিক ১৭ হাজার ৫০০ টন সুতা উৎপাদন ক্ষমতাসম্পন্ন নতুন এই ইউনিটের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২ লাখ ৩০ হাজার বর্গফুট আয়তনের কারখানা নির্মাণ ও মেশিনারীজ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে।

৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে এনভয় টেক্সটাইল লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা ০৯ পয়সা।

আজকের সভায় ২০১৪-১৫ সমাপ্ত হিসাব বছরে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ।

আলোচ্য সময়ে কোম্পানিটি নিট মুনাফা করেছে ৫৭ কোটি ১২ লাখ ৪১ হাজার ৫৯৬ টাকা। এর থেকে নগদ লভ্যাংশ বাবদ শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ২৪ কোটি ৬১ লাখ ৮১ হাজার ৮৪৫ টাকা; যা মোট লভ্যাংশের ১৭ শতাংশ। আর বোনাস লভ্যাংশ বাবদ দেওয়া হবে ৭ কোটি ২৪ লাখ ৬ হাজার ৪২৫ টাকা; যা মোট লভ্যাংশের ৫ শতাংশ। লাভের বাকি অংশ কোম্পানির সঞ্চিতি তহবিল ও রিজার্ভে যোগ হবে।

৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে এনভয় টেক্সটাইল লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা ০৯ পয়সা।

এনভয় টেক্সটাইল বার্ষিক ১৬ মিলিয়ন গজ ডেনিম ফেব্রিক্স উৎপাদন ক্ষমতা নিয়ে ২০০৮ সাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করে। বর্তমানে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন গজে। যা শুরুর উৎপাদন ক্ষমতার তুলনায় ৩ গুণেরও বেশি। বর্তমানে কোম্পানিটি প্রতি মাসে গড়ে ৩ দশমিক ৫০ মিলিয়ন ফেব্রিক্স উৎপাদন করছে।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদিসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।