রাবিতে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রকাশ: ২০১৫-১২-২৬ ১৭:১০:২৪


rabiরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এটিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রলীগ কর্মীকে যৌন হয়রানি করার পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াছ হোসেন।

তিনি বলেন, ভাষা বিভাগের (উর্দু) প্রথম বর্ষের শিক্ষার্থী রোকেয়া হলের আবাসিক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে হলের আবাসিক ছাত্রীদের স্বাক্ষর সম্বলিত ঐ শিক্ষক লিখিত পত্রে নিজেকে নির্দোষ দাবি করেছেন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য স্যার সঠিক বিষয়টা উদঘাটন করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতিনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটির অন্য দুইজন সদস্য হলেন, প্রক্টর প্রফেসর ড. তারিকুল ইসলাম ও সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক মো. উজ্জল হোসেন।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষক এটিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে ওই হলের এক ছাত্রী ও ছাত্রলীগকর্মী যৌন হয়রানির অভিযোগ এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপাচার্যের কাছে অভিযোগ দেন। এরপর ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে টানা চারদিন বিক্ষোভ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অন্যদিকে গত ২২ ডিসেম্বর অভিযুক্ত শিক্ষকের পক্ষে রোকেয়া হলের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা যৌন হয়রানির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাল্টা অভিযোগ দিয়ে অভিযোগকারী ছাত্রীর শাস্তি দাবি করেন।

সানবিডি/ঢাকা/এসএস