চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে আনতে হবে
প্রকাশ: ২০১৫-১২-২৭ ১৮:০৭:৪০
গণমাধ্যমের চেয়ে চলচ্চিত্র বেশি শক্তিশালী মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।
রবিবার সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্রে সন্ত্রাস, নৃশংসতা, বিভৎসতা ও অশ্লীলতা রোধে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য, চলচ্চিত্র–প্রযোজক ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।
ইনু বলেন, মুক্তিযুদ্ধ, রাজনৈতিক, সামাজিক, অসাম্প্রদায়িতকা বিবেচনা করে বিষয়বস্তু নির্ধারণ করে ছবি নির্মাণ করা প্রয়োজন। সবার কাছে গ্রহণযোগ্য এমন ছবি তৈরি করতে হবে। সেন্সর বোর্ডের কাছ থেকে অনেক ছবি সনদ পেলেও তা টিভিতে প্রদর্শনের জন্য উপযুক্ত হয় না। কারণ সিনেমা হলে অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট বয়সের উপরে দর্শক থাকে।
তথ্যমন্ত্রী বলেন, অনেক চলচ্চিত্রে কাহিনীর সঙ্গে অসামঞ্জস্য অংশ জুড়ে দেয়া থাকে। যার সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকে না। যা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। মনে রাখতে হবে, যৌন ছবি চলচ্চিত্র নয়। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরে আনতে আমাদের কাজ করতে হবে। আমরা চাই চলচ্চিত্রে যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মুক্তিযুদ্ধের বিষয়গুলো ফুটে আসে। ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের সরকার কিছু করতে চায়।
আলোচনা সভায় তথ্য সচিব মরতুজা আহমেদ, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহুরুল হক, বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা এবং সেন্সর বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।