৫ কোম্পানির এজিএম সোমবার

প্রকাশ: ২০১৫-১২-২৮ ১০:২৪:৩০


কোম্পানিগুলো হচ্ছে-হামিদ ফেব্রিকস লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিডিকম অনলাইন, ফার্মা এইডস লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

হামিদ ফেব্রিকস

হামিদ ফেব্রিকস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ওইদিন ঢাকার ৫৪৫, পুরাতন এয়ারপোর্টের ট্রাস্ট মিলনায়তনে এ এজিএম অনুষ্ঠিত হবে।

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১ টায়। ওইদিন গাজীপুরের মনিপুরের পুরাতন রিহেবিলিটেশন সেন্টারে এ এজিএম অনুষ্ঠিত হবে।

বিডিকম অনলাইন

বিডিকম অনলাইন লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। ওইদিন এজিএম অনুষ্ঠিত হবে ধানমণ্ডির এএমএম কনভেনশন সেন্টারে।

ফার্মা এইডস

ফার্মা এইডস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। ওইদিন এজিএম অনুষ্ঠিত হবে সেগুন বাগিচার কেন্দ্রীয় কঁচি কাচার মেলা অডিটরিয়ামে।

রতনপুর স্টিল রি-রোলিং মিলস

রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায়। ওইদিন এজিএম অনুষ্ঠিত হবে চট্টগ্রামের দ্য কিং অব চিটাগং কমিউনিউটি সেন্টারে।