সাংবাদিক উৎস হত্যায় নারীসহ আটক ৬
প্রকাশ: ২০১৫-১২-২৮ ১১:২৫:৫১
সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রোকসানা বেগম (৪৫) নামে এক নারীর নাম প্রকাশ করা হলেও বাকি পাঁচজনের পরিচয় সম্পর্কে পুলিশ কোনো তথ্য দেয়নি।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।
উৎস হত্যায় সন্দেহ ছাড়াও নানা বিষয়কে গুরুত্বে রেখে পুলিশ করছে দাবি করে আবদুর রাজ্জাক বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রতিবেদন করায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আটক ছয়জনের মধ্যে রোকসানা মাদক ব্যবসায়ী। তারপরও হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে বাকি পাঁচজনের পরিচয়ও প্রকাশ করা হবে।’
উৎস রহমানের হত্যার ঘটনায় তার মা নূরজাহান বেগম নূরী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
পরিবার ও স্থানীয় সাংবাদিকেরা বলেন, ‘সম্প্রতি যুগের আলো পত্রিকায় মাদকের বিস্তার ও ব্যবসা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেন উৎস রহমান। এরপর এ হত্যাকাণ্ড ঘটে। ওই প্রতিবেদনের জন্যই মাদক ব্যবসায়ীরা এ সাংবাদিককে হত্যা করেছেন বলে সন্দেহ করছেন তারা।’
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক দিলারা রহমান বলেন, ‘২০০৭ সালে মাদক ব্যবসার অভিযোগে আটক রোকসানার বিরুদ্ধে একটি মামলাও হয়েছিল। আমরাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।’
উল্লেখ্য, সাংবাদিক উৎস রহমান রংপুরের স্থানীয় পত্রিকা ‘যুগের আলো’তে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি রংপুর শহরের পীরপুরে থাকতেন। গত বুধবার রাত নয়টার দিকে অফিস থেকে কিছুক্ষণের জন্য বের হন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরী থেকে সাত কিলোমিটার দূরে শেখপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।