আলোর সন্ধানে মান্দা উপজেলার কমিটি গঠন
প্রকাশ: ২০১৫-১২-২৮ ১৪:১৩:৪৪
আলোর সন্ধানে মান্দা উপজেলার কমিটি গঠিত হয়েছে।২৭ ডিসেম্বর চকউলী ডিগ্রি কলেজে সকাল ১০টায় এ কমিটি গঠন করা হয়। আলোর সন্ধানে নওগাঁর বন্ধু সংগঠন হিসেবে মান্দা উপজেলায় এ কমিটির কার্যক্রম শুরু হলো। সুন্দর মানসিকতায় যুবদের সমাজের উন্নয়নের প্রয়াসে ২০ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির সভাপতি হিসেবে মেহেদী হাসান, ও সাধারণ সম্পাদক হিসেবে রফিকুর ইসলাম দায়িত্ব গ্রহন করেন।
কমিটির গঠনকালে উপস্থিত ছিলেন, চকউলী ডিগ্রি কলেজ এর রোভার নেতা আব্দুস সামাদ, আলোর সন্ধানে নওগাঁর সভাপতি মো. আরমান হোসেন সহ অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
আলোর সন্ধানে মান্দা উপজেলার সভাপতি মেহেদী হাসান বলেন, “পথ অনেক আমরা আলো পথের যাত্রী।আমরা জানি আমরা কোথায় যাচ্ছি তাই এ পথচলার গতি অপ্রতিরোধ্য। সবার সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই।”
আলোর সন্ধানে নওগাঁর সভাপতি মো. আরমান হোসেন বলেন, “ আমরা আলোর পথযাত্রী নওগাঁ জেলার সকল উপজেলাসহ সারাদেশকে আমরা নতুন আলোকে উদ্ভাসিত করতে চাই।”
সানবিডি/ঢাকা/এসএস