অভিনয়ে নয়: বাস্তবে জুটি বাঁধছেন তারা

প্রকাশ: ২০১৫-১২-২৮ ১৪:৫২:১১


ranveer_singh_deepika২০১৩ সালে প্রথম একসাথে পর্দায় দেখা গেছে তাদের। জুটি বেঁধে ছিলেন রামলীলায়। আর তখন থেকেই গুজব শুরু হয় প্রথম ছবিতে  জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে দারুণ সুসম্পর্ক গড়ে উঠেছে।

শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ছবিটির প্রধান দুটি চরিত্রে কাজ করতে গিয়ে  বাস্তবেই রোমিও-জুলিয়েট বনে যান তারা।

তার পর ওই বছরই আবার পর্দায় আকে সাথে দেখা যায় তাদের। বোম্বাই টকিজ সিনেমায় আবারও জুটি বাঁধেন তারা। এর পর অনেক জল গড়িয়েছে। শাখা-প্রশাখা গজিয়েছে গুজবের গাছে।

তবে সর্বশেষ চলতি বছর বাজিরাও মাস্তানি তাদের নিয়ে আসে আরো কাছাকাছি। দর্শক-ভক্তরাও পান নতুন গল্পের পল্ট।

বাজিরাও মাস্তানিতে ভিন্ন ধর্মের হয়েও পরস্পরের দিওয়ানা হয়েছেন তারা। সবচেয়ে বড় কথা ভক্তরাও এই জুটিকে খুব ভালোভাবে নিয়েছেন।

আর তাই এবার বাস্তবেই জুটি বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। রোববার প্রকাশিত বলিউড লাইফ ডটকমের এক খবরে তেমনটাই দাবি করা হয়েছে।

একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আসছে ২০১৬ সালে বলিউড একটি সেরা জুটির বাস্তবেই জুটি বাঁধতে চলেছেন। এবার আর অভিনয় নয়, বাস্তবেই রোমান্সে মাতবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়।

আর এ লক্ষ্যে শিগগিরই দুই পরিবার বসছে এক সাথে। সেখানেই পাকাপাকি হবে ছাদনাতলায় বসার দিন।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে  বলা হয়েছে, দুই পরিবারই মনে করছে পরপর্তী জীবনে সুখী হতে পারবে রাম ও লীলা।