রিচা চাড্ডা কি পর্দার হেলেন?

প্রকাশ: ২০১৫-১২-২৮ ১৮:২৮:২৬


richa-chaddaরিচা চাড্ডা কি পর্দার হেলেন? এই জল্পনার সৌজন্যে রিচার আসন্ন ছবি ‘ক্যাবারে’। বলি-মহলে এ গুঞ্জন ঘনিয়ে উঠতেই তাতে জল ঢেলে দিলেন নায়িকা স্বয়ং।
তিনি জানিয়েছেন, এ ছবি কোনওভাবেই হেলেনজির বায়োপিক নয়। এমনকী ছবির নাম ‘ক্যাবারে’ হলেও, ছবিটি শুধু ওই বিশেষ ডান্স ফর্ম নিয়েও নয়।
ছবির নাম ক্যাবারে হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন এ ছবি জনপ্রিয় অভিনেত্রী হেলেনকে নিয়েই তৈরি। ক্যাবারে নাচে যিনি বলিউডে একটা আলাদা বেঞ্চমার্ক তৈরি করেছিলেন। কিন্তু সে সম্ভাবনা খারিজ করে রিচা জানিয়েছেন, ‘সংবাদমাধ্যম প্রচার করেছিল এই ছবি হেলেনজিকে নিয়ে তৈরি। কিন্তু তা একেবারেই সত্যি নয়।’
বরং এ ছবি সাধারণ এক মেয়ের কাহিনি। তার জীবনের লড়াই, সাফল্যের গল্প৷ তবে ছবির পুরোটাই নাচ নিয়ে নয়৷ কাহিনির প্রেক্ষাপটে নাচ এসেছে।
কৌস্তভ নারায়ণ নিয়োগী পরিচালনায় এ ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন রিচা। ‘মাশান’ ছবিতে তার অসাধারণ অভিনয়, নায়িকা হিসেবে আন্তর্জাতিক খ্যাতি দিয়েছে তাকে। তাই তার প্রতি সিনেপ্রেমীদের প্রত্যাশা অনেকটাই বেশি।
পূজা ভাট এবং ভূষণ কুমার প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০১৬-তে। সূত্র: আনন্দবাজার পত্রিকা