এবার ভক্তদের জন্য যা করবেন নায়লা নাঈম!

আপডেট: ২০১৫-১২-২৮ ১৯:১৩:৪৩


dddddddddddddddd_96403থার্টিফার্স্ট নাইটে হোটেল রেডিসনে উত্তাপ ছড়াবেন নায়লা নাঈম। থাকবেন সংগীত শিল্পী কানিজ সুবর্ণাও। রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের উৎসব হলে আগামী ৩১ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হবে এ জমকালো পার্টি।

‘থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন’ শোতে পারফর্ম করবেন আলোচিত মডেল নায়লা নাঈম। নায়লার পারফর্মের মধ্য থাকছে নাচ এবং ফ্যাশন শো। অনুষ্ঠানটি শুরু হবে রাত ৮টায়, চলবে মধ্যরাত পর্যন্ত। এই আয়োজন পরিচালনা করছে রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন।

অনুষ্ঠানটি প্রসঙ্গে নায়লা বলেন, আমার ফ্যানরা আমার কাছ থেকে সবসময় ভিন্ন কিছু প্রত্যাশা করে। আমিও তাদের কথা মাথায় রেখে এবারও নতুন কিছু উপহার দেবো।

নায়লা নাঈমের সাথে আরো উপস্থিত থাকবেন সংগীত শিল্পী কানিজ সুবর্ণা। তিনি গান গাইবেন। এছাড়া হাজির থাকবেন মডেল ইমি, মারিয়া, আঁখি, মাশিয়াত ও ঝুমুর। তারা প্রত্যেকে ফ্যাশন শো এবং লাইভ মিউজিকে অংশ নেবেন।

সানবিডি/ঢাকা/রাআ