বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৫ ২০:৩০:৪৯
প্রতিবছর বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান।আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় এই তথ্য জানান।
এ বিষয়ে জর্ডানের বাংলাদেশ মিশন সূত্র জানিয়েছে, বর্তমানে মধ্যে জর্ডানে প্রচুর বাংলাদেশি কর্মী কাজ করছেন। যাদের বেশির ভাগই তৈরি পোশাক খাতে কর্মরত। দেশটির সরকারের সঙ্গে সমাঝোতা হয়েছে যে, বাংলাদেশ থেকে প্রতিবছর ১২ হাজার দক্ষ কর্মী নেবে তারা।
আরও জানা গেছে, এই কর্মীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নেওয়া হবে। এ বিষয়ে জর্ডানের নিয়োগ কর্মকর্তারা এবং সরকারি প্রতিনিধি দল খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।
সানবিডি/এনজে/৮:৩০/১৫.১২.২০২০