আখের মূল্য পরিশোধে চাষীদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১৬ ১৮:৫৪:৪৯
২০২০-২১ অর্থবছরে আখচাষিদের আখের মূল্য পরিশোধ বাবদ‘পরিচালন ঋণ’ হিসেবে শর্ত সাপেক্ষে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি।
সোমবার শিল্প সচিবকে সচিবকে পাঠানো অর্থ বিভাগের (বাজেট অনুবিভাগ-২) সিনিয়র সহকারী সচিব নূরউদ্দিন আল ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে বরাদ্দের বিষয়টি জানানো হয়।
এই চিঠিতে বলা হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের চিঠিতে প্রেক্ষিতে বিএসএফআইসি’র চিনিকলের অনুকূলে আখচাষিদের শুধু আখের মূল্য পরিশােধ বাবদ ২০২০-২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটে ‘পরিচালন ঋণ’ খাত হতে শিল্প মন্ত্রণালয়ের অধীন ১০০ কোটি টাকা শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হলো।
শর্তে বলা হয়েছে, এই বরাদ্দকে নজির হিসেবে বিবেচনা করা যাবে না। বরাদ্দ অর্থ শুধু আখচাষিদের আখের মূল্য পরিশােধ ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ বিএসএফআইসি’র নিরীক্ষীত ভর্তুকি ও ট্রেড গ্যাপের সাথে সমন্বয়যােগ্য হবে।
সানবিডি/এনজে/৬:৫৩/১৬.১২.২০২০