‘উদয়ের পথে’ কবিতাপত্রের ১ম সংখ্যার মোড়ক উন্মোচন

প্রকাশ: ২০১৫-১২-২৮ ১৯:৩৩:০৯


Udoyer pothe 27.12.15হৃদয়ে চলন সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজিত চলার পথে আলো দিশা স্লোগান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে হাদিউল হৃদয় সম্পাদিত পত্রিকাটির প্রচ্ছদ করেছেন কবি সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য্য শংকর এবং উপদেষ্টা সম্পাদনা হিসেবে ছিলেন আব্দুল লতিফ সরকার ও এম.এ আজিজ।

গত ২৭ শে ডিসেম্বর রবিবার বেলা ২ ঘটিকা হতে রাত্রী ১০ ঘটিকা পর্যন্ত হৃদয়ে চলন সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে সংগঠন কার্যালয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার গোন্তাবাজারে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সরকার। অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষাণা করেন কবি সম্পাদক ইসলাম রফিক।

পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন কবি গল্পকার শিবলী মোকতাদির। প্রধান অতিথি ছিলেন কবি গল্পকার এম রহমত উল্লাহ্, প্রধান আলোচক ছিলেন কবি সম্পাদক আবদুর রাজজাক রাজু। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কবি সাংবাদিক মোঃ রহুল আমিন , কবি সম্পাদক মুত্তালিব শিশির, কবি সম্পাদক এস এম সনজু কাদের, কবি এম এ আজিজ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল খালেক।

হৃদয়ে চলন সাহিত্য সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়ের উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠ করেন এম. রহমত উল্লাহ্, আবদুর রাজজাক রাজু, শিবলী মোকতাদির, ইসলাম রফিক, রহুল আমীন, আব্দুল লতিফ সরকার, আবুল হোসেন, এম.এ আজিজ, মুত্তালিব শিশির, রেজাউর রহমান, এম. মুনিরুল ইসলাম (রুস্তম), রাজিব এককা, শফিকুল ইসলাম (হীরা), জুলফিকার বিন শাজাহান, সাম্পা আক্তার, আব্দুল হালিম , রাজিয়া রাজজাক রুমী, আব্দুল বারী ও হাদিউল হৃদয়।

হৃদয়ে চলন সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় সংগীত পরিবেশনা করেন সরদার মোঃ তাইজুল ইসলাম, সবুজ, জেলহক, বাবলু, জয় ইসলাম, ছোহরাব, মাহাবুব হোসেন মুন্না প্রমখ।

সানবিডি/ঢাকা/রাআ