শিক্ষার্থীদের নিয়ে ফাহমিদার অ্যালবাম
প্রকাশ: ২০১৫-১২-২৯ ১১:২৩:৩৮
সঙ্গীত চর্চার পাঠশালা ‘কারিগরি’র শিক্ষার্থীদের নিয়ে অ্যালবাম করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। অ্যালবামটির সমন্বয় করছেন ফাহমিদা নবী, এখানে দশটি গান থাকবে। ইতমধ্যে পাঁচটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। আগামী ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশ হবে।
অ্যালবামটিতে কন্ঠ দিচ্ছেন- পিলু, সীমা, বৃষ্টি, ফারজানা, জেসিমা, রাজিব প্রমুখ। অ্যালবামটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারিগরিতে এতদিন আমি গান শিখিয়েছি। এখন দেখার পালা তারা কতটা শিখল। শিক্ষার্থীদের স্কিলটা বোঝার জন্য অ্যালবামটা করছি। কাজটা শুরু হয়েছিল ২০০৭ সালে। মাঝখানে বিরতি দিয়ে ফের কাজটা শুরু করেছি।
সানবিডি/ঢাকা/এসএস