১ তারিখেই উৎসব, বিতরণ হবে ৩৩ কোটি বই
প্রকাশ: ২০১৫-১২-২৯ ১৩:০৯:১৯
নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে ১ জানুয়ারিতেই হচ্ছে বই উৎসব। ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন হলেও এদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। মঙ্গবার বেলা সোয়া ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি জানান, এবছর ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ শিক্ষার্থীর হাতে মোট ৩৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৭৬০টি বই বিতরণ করা হবে। এরই মধ্যে প্রায় সব বই ছাপা সম্পন্ন করে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ার পরও বিদ্যালয় খোলা থাকবে ও বই উৎসব হবে। এর একদিন আগে (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী গণভবনে বই উৎসবের উদ্বোধন করবেন।’ ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
শিক্ষকদের দাবি দাওয়া সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়ে বৈঠক ডাকার জন্য বলা হয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে।’
সানবিডি/ঢাকা/এসএস