সৌদি প্রবেশে বাড়লো নিষেধাজ্ঞার মেয়াদ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৮ ১৬:০২:৫৭
মহামারি করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ।আজ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিমান, স্থল ও সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
সৌদি নাগরিক নয়, এমন ব্যক্তিদের দেশত্যাগের অনুমতি এবং বিশেষ ক্ষেত্রে কাউকে দেশে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান পরিস্থিতি মূল্যায়ন করছে কর্তৃপক্ষ।
সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তখনই এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, প্রয়োজনে এ নিষেধাজ্ঞা আরও বাড়ানো হতে পারে।
আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি স্থল ও নৌ সীমান্তও বন্ধ করে দেওয়া হয়।
সানবিডি/এনজে