লেবাননে সংকটে বাংলাদেশি প্রবাসীরা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৯ ১৪:৫২:৩৭


ভীষণ সংকটে রয়েছেন লেবাননে থাকা বাংলাদেশি প্রবাসীরা।তারা জানিয়েছেন মহামারি করোনাভাইরাসের চেয়ে বেশি সংকট তৈরি করেছে দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতা। দেশটির মুদ্রা লিরা মান হারাচ্ছে। আগে যেখানে ১৫০০ লিরায় এক ইউএস ডলার পাওয়া যেতো, এখন এক ইউএস ডলার পেতে লাগে আট হাজার লিরা। এমনকি লিরা দিলেও দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর লিরার বিপরিতে ডলার দিতে পারছে না। আমদানি নির্ভর দেশটিতে বেশিরভাগ জিনিস কিনতে হলে লাগে ডলার। কিন্তু ডলার না থাকায় বিপর্যয়ে দেশটির অর্থনীতি।

এ বিষয়ে প্রবাসীরা জানিয়েছেন, দেশটির নাগরিকরা নিজেরাই অর্থনৈতিক সংকটে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন বেশিভাগ প্রবাসী। দেশটিতে থাকা বিভিন্ন দেশের নাগরিকরা ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত চলে যাচ্ছেন। এর মধ্যে যারা কাজ পাচ্ছেন তাদের বেশিরভাগই পাঁচ-ছয় লাখ লিরার বেশি বেতন পাচ্ছেন না। আগে ডলারে বেতন পেলেও এখন লিরায় বেতন দেওয়া হচ্ছে। ফলে বাজারে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে প্রবাসীদের। এমন পরিস্থিতিতে দেশে ফিরে আসতে চান প্রবাসীরা।

জানা গেছে, দেশটিতে বর্তমানে প্রায় এক লাখ ৫০ হাজার বাংলাদেশি রয়েছেন। তবে কতজন দেশটিতে অবৈধভাবে আছেন তার সঠিক পরিসংখ্যান নেই দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাছে। অনেকের ধারণা, দেশটিতে কমপক্ষে ৫০ হাজার প্রবাসী আছেন যাদের বৈধ কাগজপত্র নেই। দেশটিতে দোকান, বাসাবাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন বাংলাদেশিরা। তবে করোনা ও রাজনৈতিক অস্থিরতায় দেশটিতে বেকারের সংখ্যা বাড়ছে। প্রবাসীরাও কর্মহীন হয়ে পড়ছেন। এ কারণে অনেকেই দেশে ফিরে আসতে চান।

সানবিডি/এনজে