রাঙ্গামাটিতে ২৫ হাজার কৃষক পেলেন প্রণোদনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩১ ১৫:৫৫:৩৭
বিদায়ী ২০২০ বছরে মহামারি করোনাভাইরাসের পর গত মার্চে লকডাউন ঘোষণা করে সরকার। এরপর কৃষিপণ্য পরিবহন, বাজারজাতসহ নানা জটিলতায় পড়েন প্রান্তিক কৃষকরা। এ সংকট থেকে উত্তরণে তিন পার্বত্য জেলায় তিন ধাপে ২৫ হাজারের অধিক কৃষককে প্রণোদনার আওতায় এনেছে কৃষি বিভাগ। কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পারিবারিক পুষ্টিবাগান স্থাপনে ৩ হাজার ১৯০, ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ সহায়তা বাবদ ১৫ হাজার ও বিভিন্ন প্রজাতির সবজিবীজসহ ধানবীজ ও সারসহায়তা বাবদ সাত হাজার কৃষককে তিন ধাপে এ প্রণোদনা দেয়া হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্টরা বলছেন, মহামারি করোনার প্রভাবে পাহাড়ি অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ ও পরিবহন সংকটসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লোকসানে পড়েন পাহাড়ের প্রান্তিক কৃষকরা। এ সংকট উত্তরণে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। তিন ধাপে এ প্রণোদনার মাধ্যমে কৃষি উৎপাদনে আরো বেশি সফলতা আসবে বলে মনে করছেন তারা।
সানবিডি/এনজে