২০ হাজার টাকা বিনিয়োগে
১ এপ্রিল থেকে আইপিওর শেয়ার পাবে সবাই
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-৩১ ২০:৩৯:২৬
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন চলা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি প্রথা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১লা এপ্রিল থেকে থেকে এটি কার্যকর হবে। এর মাধ্যমে সবাই পাবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার। তবে এর জন্য পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে নূন্যতম ২০ হাজার টাকা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কমিশনের ৭৫৫তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়।
বিএসইসি সূত্র মতে, সবাইকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) শেয়ার দেওয়ার জন্য কমিশন সভায় কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।
(ক) সাধারন বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান লটারি ব্যবস্থার পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে।
(খ) সাধারন বিনিয়োগকারীগণের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এ আবেদনের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে নূন্যতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।
(গ) সাধারন বিনিয়োগকারীগণের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এ আবেদনের ক্ষেত্রে নূন্যতম চাঁদার পরিমাণ ১০ হাজার টাকা বা উহার গুণিতক হবে।
(ঘ) বুক-বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমােদনের ক্ষেত্রে বিদ্যমান দ্বৈত সম্মতি পত্রের পরিবর্তে বিডিং এবং প্রসপেক্টাস প্রকাশের একসাথে সম্মতি পত্র দেওয়া হবে।
আইনের পরিবর্তন করার জন্য গত ৯ ডিসেম্বর বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসইসির পরিচালক মো. মনসুর রহমানকে প্রধান করে সাত সদস্যের কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইস) দুই জন,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) দুই জন ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) দুই জন করে প্রতিনিধি। পরে কমিটি গত ১৪ ডিসেম্বর প্রথম সভা করে। সভায় কয়েকটি বিষয়ে কমিশনে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম ছিলো সিঙ্গেল ও জয়েন্ট উভয় বেনিফিসারি ওনার্স(বিও) হিসাবে আবেদন করা যাবে। তবে আইপিওতে আবেদন করতে হলে পুঁজিবাজারে কমপক্ষে ২০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে। বিনিয়োগ থাকলেই আইপিওতে আবেদন করতে পারবে। আর ৫ থেকে ২০ হাজার টাকার আবেদন করতে পারবে।
লটরি ব্যবস্থা বাতিল করে সবার জন্য শেয়ার বরাদ্দের ব্যবস্থা থাকবে।‘ এ পদ্ধতি চালু হলে একটি কোম্পানির আইপিওতে যত জন আবেদন করবেন, তাদের সবার মাঝে শেয়ার সমানভাবে বণ্টন করা হবে।
সভায় ইলেক্ট্রনিক সাবসক্রিপশন সিস্টেম হালনাগাদ, ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রযুক্তি উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। এছাড়া আইপিওর চাঁদাগ্রহণ বা সাবস্ক্রিপশন শেয় হওয়ার পর থেকে লেনদেন শুরু হওয়ার মাঝখানের সময়টা কমানোর বিষয়েও কাজ করছে কমিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
শেয়ারবাজারের খবরা-খবর–Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ