২০০% বেশি বিডিং করা যোগ্য বিনিয়োগকারীরা তিন আইপিওতে নিষিদ্ধ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-৩১ ১৯:৩৮:৪৯


বিডিংয়ের মাধ্যমে দর নির্ধারিত হওয়া কোম্পানিগুলোতে যে সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কাট-অব প্রাইস থেকে  ২০০ শতাংশের বেশি আবদনকারী প্রতিষ্ঠানগুলো তিনটি কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কমিশনের ৭৫৫তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির সূত্র মতে, বিডিং শেষ হওয়া কোম্পানিগুলো হলো- ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আক্তার হোসাইন লিমিটেড, লুব-ব্রেপ (বাংলাদেশ) এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিএসইসি সূত্র মতে, এর বাহিরেও যে সকল যোগ্য বিনিয়োগকারী কাট-অব প্রাইস থেকে ১৫০ শতাংশ হতে ২০০ শতাংশ অধিক মূল্যে বিডিং করেছে তাদেরকে আগামী দুটি কোম্পানির আইপিওতে আবেদন করতে পারবে না। এছাড়া যে সকল যোগ্য বিনিয়োগকারী কাট-অব প্রাইসের ১০০ শতাংশ হতে ১৫০ শতাংশ অধিক মূল্যে বিডিং করেছে তাদেরকে পরবর্তী একটি প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) অংশ গ্রহণ করতে পারবে না।

শেয়ারবাজারের খবরা-খবরSunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ