ক্ষমতাসীনরা পুলিশের সামনেই ব্যালট পেপারে সিল মারছে : রিজভী

প্রকাশ: ২০১৫-১২-৩০ ১১:৩৯:০৪


Rizveপৌর নির্বাচনে সর্বত্র ভোট জালিয়াতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ।

বুধবার সকাল ১০ টায় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভোট গ্রহণ শুরু হবার পর থেকে বিএনপি প্রার্থীদের মনোনীত এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছেনা।

তিনি জানান, ক্ষমতাসীন দলের লোকজন প্রশাসন এবং পুলিশের সামনেই ব্যালট পেপারে সিল মারছে। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হচ্ছেনা । বিএপির মেয়র প্রার্থীদের উপর হমলা চালানো হচ্ছে।

তার অভিযোগ এভাবে সরকার আজকের নির্বাচনকে পুরোপুরি জালিয়াতির উপর সাজাতে চাইছে। সংবাদ সম্মেলনে তিনি শ্রীপুর, পটিয়া , রায়পুর, নাটোর সদর, বেতাগী , নলছিটি. কমলগঞ্জ, বসুর হাট, বড়–রাসহ প্রায় ২৫টি কেন্দ্রে অনিয়মের চিত্র তুলে ধরেন।

সানবিডি/ঢাকা/এসএস