এক বোয়ালে মাছের দাম ২৮৬০০ টাকা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০১-০৩ ১৬:৪৯:৫৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটির দাম ২৮ হাজার ৬০০ টাকা বলে জানা গেছে।
রোববার (৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মোহন মণ্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনা হলে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ দুই হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় মাছটি ক্রয় করেন।
পরে তিনি ২২০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ জানান, এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটে আড়তে বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে বেশি লাভের আশায় ঢাকাসহ বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। বেশি বেশি বড় মাছ ধরা পড়ায় জেলেরা খুশি। আমাদেরও ভালো লাভ হচ্ছে।
সানবিডি/নাজমুল