‘বিএনপির অভিযোগ ভিত্তিহীন’
প্রকাশ: ২০১৫-১২-৩০ ১২:৫৩:০৫
সারা দেশে অনুষ্ঠ্যেয় পৌর নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি যত অভিযোগ করছে, সবই ভিত্তিহীন।’
বুধবার নির্বাচন কমিশনার জাভেদ আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে না। আমরা এসেছিলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে। কিন্তু নিয়ম না থাকায় আমরা তা পারিনি।’
এর আগে সকাল ১১টা ৩৫ মিনিটে এইচ টি ইমামের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসেন।
সানবিডি/ঢাকা/এসএস