শীতবস্ত্র বিতরণের মাধ্যমে বাগমারা আলোর সন্ধানের যাত্রা শুরু
প্রকাশ: ২০১৫-১২-৩০ ১৪:৫৬:৩৮
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আলোর সন্ধানে বাগমারা উপজেলার কমিটি গঠিত হয়েছে।
বুধবার মীরপুর দরগাহ মাঠে সকাল ১০টায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোর সন্ধানে নওগাঁর বন্ধু সংগঠন হিসেবে বাগমারা উপজেলায় এ কমিটির যাত্রা শুরু হলো।
৩৫ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম, ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিঠু দায়িত্ব গ্রহন করেন।
কমিটির গঠনকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজসেবী দুলাল হোসেন, ডা. আসাদুজ্জামান আসাদ, মীরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নায়েব আলী, বিজলী প্রামানিক আলোর সন্ধানে নওগাঁর সভাপতি মো. আরমান হোসেন সহ অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৪০জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সানবিডি/ঢাকা/আরমান/এসএস