কেজিতে ৬ টাকা কমেছে দেশী পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০৫ ১৪:৫৫:৩২


ভারত সরকার কর্তৃক পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার সাড়ে তিন মাস পার আমদানি শুরু হওয়ায় বাজারে দাম কমেছে দেশী পেঁয়াজের। দুদিনের ব্যবধানে দুই দফায় কেজিতে দাম কমেছে ৫-৬ টাকা।

গত শনিবার বিকেলে ভারত থেকে ১৯ টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দীর্ঘ সাড়ে তিন মাস পর পেঁয়াজ আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স বাবু এন্টারপ্রাইজ এ পেঁয়াজ আমদানি করেন। পরে আরো চারটি ট্রাকে ১১৪ টন পেঁয়াজ আমদানি করা হয়। হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাইয়ান ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করে।

এ বিষয়ে হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল খান ও শেরেগুল ইসলাম বলেন, দুদিন আগেও যে পেঁয়াজ ৩৫-৪০ টাকা বিক্রি করেছিলাম, সেই পেঁয়াজ সোমবার ৩০-৩২ টাকা কেজি দরে বিক্রি করেছি। ভারতীয় পেঁয়াজ বাজারে আসার ফলে দেশী পেঁয়াজের দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৩০ টাকা কেজি দরে বিক্রি করছি।

সানবিডি/এনজে