আওয়ামী লীগের সাতজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র
আপডেট: ২০১৫-১২-৩০ ১৭:৪৩:২১
সারাদেশে ২৩৪ পৌরসভা নির্বাচনের মধ্যে সাত পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাত মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
তবে ওই সাত পৌরসভায় আজ বুধবার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয়েছে। সারা দেশের মতো সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত মেয়ররা হলেন চাঁদপুরের ছেংগারচরে মো. রফিকুল ইসলাম, ফেনীর পরশুরামে নিজামউদ্দিন আহমেদ চৌধুরী, ফেনীতে হাজি আলাউদ্দিন, নোয়াখালীর চাটখিলে মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, জামালপুরের মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া (কবির), পিরোজপুরে মো. হাবিবুর রহমান মালেক ও গোপালগঞ্জের টুংগীপাড়ায় শেখ আহম্মেদ হোসেন মির্জ্জা।
এ ছাড়া সারাদেশে সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সারা দেশে মোট ভোটকেন্দ্র তিন হাজার ৫৫৫টি। এর মধ্যে ৩১টি কেন্দ্রের ভোট স্থগিতের খবর পাওয়া গেছে। এ ছাড়া বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীরা ভোট বর্জন করেছেন।
এর মধ্যে সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখলসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে ১২টি জেলার ৩১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
সানবিডি/ঢাকা/এসএস