জয়পুরহাটের ১১ হাজার হেক্টর জমি হলুদ রঙে রঙিন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৯ ১৬:২৯:১৭


জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় বিস্তৃণ মাঠ জুড়ে যেন হলুদ রঙের কার্পেট বিছানো রয়েছে।এ বছর জেলার বিভিন্ন উপজেলায় ১১ হাজার ৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা চাষীদের। বাজারে সরিষার ভালো দাম ও কম সময়ে ফসল ঘরে তুলতে পারায় প্রত্যেক বছরই জেলায় সরিষার আবাদ বাড়ছে।

এ ব্যাপারে কৃষি বিভাগে সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলায় ৩ হাজার ৬৫০ হেক্টর, পাঁচবিবিতে ৪ হাজার ৮৭০ হেক্টর, কালাইয়ে ৩০০, ক্ষেতলালে ৯১০ ও আক্কেলপুর উপজেলায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষা আবাদ হয়েছে। ২০১৯-২০ মৌসুমে জেলায় ১০ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। মূলত জয়পুরহাট জেলাজুড়ে বারি ১৪, বারি ১৮, বারি ১৫, বেলা ৪, বেলা ৯ এবং বারি ১৭ জাতের সরিষার আবাদ করা হয়।

স্থানীয় চাষীরা জানান, আমন ধান কাটার পর জমি তৈরি করে সরিষাবীজ বপন করা হয়। দুই থেকে আড়াই মাসের মধ্যে ফসল ঘরে তোলা যায়। এক বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা। প্রতি বিঘায় পাঁচ-ছয় মণ সরিষা পাওয়া যায়। বর্তমানে মানভেদে প্রতি মণ সরিষা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায়।

সানবিডি/এনজে