পৌর নির্বাচনে বিএনপি হতাশ : খন্দকার মাহবুব
প্রকাশ: ২০১৫-১২-৩০ ১৭:৪৫:৫৪
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, পৌর নির্বাচনে সার্বিক পরিস্থিতিতে বিএনপি হতাশ। ভোট গ্রহণ শেষে আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) দলের পক্ষ থেকে অভিযোগ করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘সামগ্রিকভাবে আমরা হতাশাগ্রস্ত। কারণ এ নির্বাচনের আগে সরকার ও নির্বাচন কমিশন আমাদের যেভাবে আশ্বস্ত করেছিল, বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।’
‘আমরা অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশনকে অসহায় দেখেছি। মাঠপর্যায়ে প্রশাসনিকভাবে তারা কতটা শক্তিশালী সেটাই আমাদের প্রশ্ন।’
খন্দকার মাহবুব আরো বলেন, ‘আমরা কমিশনকে শতাধিক ভোটকেন্দ্র স্থগিতের তালিকা দিয়েছি এবং সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধ জানিয়েছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তারা ব্যবস্থা নেবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, নির্বাচনে বিএনপি ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে।