পুরস্কৃত হলেন রেমিট্যান্স পাঠানো ৫ ইতালি প্রবাসী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১০ ১৬:২৬:৪৮


ইতালি থেকে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো ৫ প্রবাসী বাংলাদেশি এবং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ‘রেমিট্যান্স পুরস্কার’প্রদান করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মধ্যে একজন নারী আছেন।

বিদায়ী ২০২০ সালের রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তরা হলেন, ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ, মো. সফিউল্লাহ, কামরুল হাসান এবং ব্যক্তি ক্যাটাগরি  (নারী) মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বাংলা এসআরএল।

দেশে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস রোম ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে।

বর্তমানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম  আহসান এ পুরস্কার বিতরণ করেন।

সানবিডি/এনজে