‘সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

প্রকাশ: ২০১৫-১২-৩০ ১৯:৩০:১১


khelafotআজকের নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এমন দাবি করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বুধবার বিকেলে এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে তিনি আরো জানান, অধিকাংশ পৌরসভায় প্রশাসনের ছাত্রছায়ায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রকাশ্য গোলাগুলিসহ যেভাবে তাণ্ডব চালিয়েছে, তাতে বহু মানুষ হতাহত হয়েছে, সাংবাদিকরা পর্যন্ত আক্রান্ত হয়েছে। বহু কেন্দ্রে আগের রাতেই ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছৈ।

নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে বিএনপি, জাপাসহ বহু স্বতন্ত্র প্রার্থী এমনিক আওয়াম লীগের বিদ্রোহী প্রার্থীরা পর্যন্ত ভোট বর্জন করেছেন। এসব  অনিয়ম বন্ধে নির্বাচন কামিশন যথাযথ পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও দাবি করেন তিনি।