৬ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী বিজয়ী

প্রকাশ: ২০১৫-১২-৩০ ২১:২০:১৬


bnpকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই জোর করে সিল মারা সংঘর্ষ পাল্টা সংঘর্ষের মধ্যে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপি মাত্র ৬টিতে জয়ী হয়েছে। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আরো এক ডজন পৌরসভায় বিএনপির প্রার্থীরা এগিয়ে আছে। তবে অধিকাংশ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। এরমধ্যে অনেক জেলাতেই বিএনপি কোন পৌরসভাতে জয়লাভ করতে পারেনি।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরের ভিত্তিতে বিএনপি প্রার্থীরা বগুড়ার গাবতলী, সান্তাহার, ময়মনসিংহের মুক্তাগাছা, সাতক্ষীরার কলোরোয়া, নাটারের গোপালপুর ও পঞ্চগড় পৌরসভায় জয়লাভ করেছে। এছাড়া দিনাজপুর, ঠাকুরগাওসহ বগুড়া, নীলফামারীর সৈয়দপুর ও রাজশাহীর বিভিন্ন পৌরসভাবে বিএনপির এক ডজন মেয়র প্রার্থী এগিয়ে আছেন।

এরমধ্যে ঠাকুরগাও পৌরসভায় মির্জা ফয়সাল আমিন আ.লীগের প্রার্থীর চেয়ে সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এখানে ৩টি ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া সৈয়দপুরে বিএনপির আমজাদ হোসেন সাড়ে ৫ হাজার ভোটে এগিয়ে আছেন। এখানে ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত আছে।

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী গাজী আক্তারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।পঞ্চগড়ে বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলাম ৭ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। মুক্তাগাছায় শহীদুল ইসলাম, নাটোরের গোপালপুরে নজরুল ইসলাম জয়লাভ করেছেন।