সিটি নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে: জামায়াত

প্রকাশ: ২০১৫-১২-৩০ ২১:৪৫:১৬


jamatবুধবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে যেসব ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ব্যালট ছিনতাই হয়েছে সেসব কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটাারি জেনারেল ডা. শফিকুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে গত ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটার বিহীন ব্যালট ডাকাতির জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা এবং ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশনের নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটিয়েছে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন।
পৌরসভা নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকেই গোটা জাতি আশংকা করে আসছিল যে, বর্তমান সরকারের আমলে ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে দেশে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয়। অবশেষে সে আশংকাই সত্য প্রমাণিত হলো।

ডা. শফিক বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশন সরকারি দলের প্রার্থীদের অবৈধভাবে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। গত রাত থেকেই বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় সরকারি দলের লোকেরা ব্যালট ডাকাতি করে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়েছে।

সরকারি দলের লোকেরা ব্যাপকভাবে জাল ভোট দিয়েছে এবং বিরোধী দলের ও স্বতন্ত্র প্রার্থীদের এবং তাদের পোলিং এজেন্টদের মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। কোন কোন ভোট কেন্দ্র থেকে বিরোধীদলের নেতা-কর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের এবং তাদের সমর্থকদের গ্রেফতার করা হয়েছে।