সারা দেশে ২৮ মেয়র প্রার্থীর ভোট বর্জন
প্রকাশ: ২০১৫-১২-৩০ ২১:৫২:২১
নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া প্রার্থীরা হলেন- সাভার ধামরাই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস ছাত্তার, জামালপুর পৌরসভার জাতীয় পার্টির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা, নড়াইল পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান মিলু, লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানী, রাজবাড়ীর পাংশায় বিএনপির মেয়র প্রার্থী চাঁদ আলি খান, টাঙ্গাইলের মধুপুরে বিএনপি মনোনীত প্রার্থী সরকার শহীদুল সরকার শহীদ, গোপালপুর বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ও সখিপুর পৌরসভা জাতীয় পার্টির মেয়র প্রার্থী আইনাল হক শিকদার, বরগুনা সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাবুল ও স্বতন্ত্র প্রার্থী
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুর: জামালপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা। বুধবার সকালে জামালপুর জেলা স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ ঘোষণা দন।
তিনি সাংবাদিকদের বলেন, জেলা স্কুল কেন্দ্রে আমি নিজের ভোটটিই দিতে পারিনি। আরও অনেক কেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারছে। সুষ্ঠু ভোট হচ্ছে না দাবি করে ভোট বর্জনের ঘোষণা দেন হাফিজুর রহমান বাদশা। তবে এখনও নির্বাচনে রয়েছেন বিএনপি, আওয়ামী লীগসহ স্বতন্ত্র প্রার্থীরা।
নড়াইল: ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নড়াইল পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান মিলু। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এ ঘোষণা দেন। এর আগে কালিয়া পৌরসভার দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার বিভিন্ন বলেন, ব্যাপক কারচুরির অভিযোগে এ দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। পৌর নির্বাচন শুরুর আগে ও পরে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানী ভোট বর্জন করেছেন। সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এবিএম জিলানী। সমর্থকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা প্রদান এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে তিনি ভোট বর্জন করেন।
টাঙ্গাইল: ভোট প্রদানে বাধা, এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল এবং দলীয় সমর্থকদের মারধর করার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন টাঙ্গাইলের মধুপুর পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম সরকার শহীদ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সংবাদিকদের অভিযোগ করে বলেন, সকাল ৮টার দিকে ভোটারা উপস্থিত হলেও সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা প্রকাশে ভোট দিতে বাধ্য করে। মধুপুর পৌরসভার সকল ভোট কেন্দ্র একই চিত্র হওয়ায় তিনি নির্বাচন বর্জন করেন বলে জানান তিনি। এ দিকে গোপালপুর পৌরসভার বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ও সফিপুর পৌরসভা জাতীয় পার্টির মেয়র প্রার্থী আইনাল হক শিকদার ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন। তারা সাংবাদিকদের জানান আওয়ামীলী লীগের সন্ত্রাসীরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র দখল করে নৌকা মার্কার পক্ষে সিল দেয়। এ কারণে সুষ্ঠ নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ করে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান। এদিকে শফিপুরে বিএনপি প্রার্থী নাসিরুদ্দিন ভোট বর্জনের ঘোষনা না দিলেও তিনি এ পৌরসভায় পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
বরগুনা: প্রশাসনের বিরুদ্ধে বিরূপ আচরণের অভিযোগ এনে বরগুনা সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ নির্বাচন বর্জন করেছেন। বুধবার সকাল ৮টায় বরগুনা সদর পৌরসভায় ভোটগ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টার মাথায় পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের। এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল আলম।পরে বেলা ১২টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ প্রশাসনের বিরুদ্ধে বিরূপ আচরণ এবং বিদ্রোহী প্রার্থীর টাকা দিয়ে ভোট কিনে নেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী আখতার হোসেন জুয়েল। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি উপজেলা রিটার্নিং অফিসার শাহীনুর ইসলাম প্রামাণিকের কাছে ভোট বর্জনের লিখিত পত্র জমা দেন। আখতার হোসেন জুয়েল বলেন, ভোটারদের হাতে কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরদের ব্যালট পেপার দেওয়া হলেও মেয়রের ব্যালট পেপারে তারা নিজেরাই সিল মেরে নিচ্ছেন। এ ব্যাপারে একাধিকবার নির্বাচন কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তারা। জুয়েল এসব অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
পটুয়াখালী: কেন্দ্র দখলের অভিযোগ এনে পটুয়াখালীর কুয়াকাটা সদর পৌরসভার জাতীয় পার্টির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ভোট বর্জন করেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জন করেন। চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী নাজমুল আলম সবুজের বিরুদ্ধে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দেয়া, বিরোধী প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া এবং ভোটারদের কেন্দ্রে না আসার হুমকির অভিযোগ এনে বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির প্রধান ভোট বর্জন করেছেন।একই সঙ্গে তিনি এ পৌরসভায় পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।