গেইনারের শীর্ষে এমারেল্ড অয়েল

প্রকাশ: ২০১৫-১২-৩১ ২০:০৬:০৮


Emareld_Model1পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৭ পয়সা বা ৬ দশমিক ০৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৬৪ টাকা ৯০ পয়সা দরে। এদিন কোম্পানির ২৯ লাখ ৪৪ হাজার ৪২২টি শেয়ার ২ হাজার ৯৯৫ বারে লেনদেন হয়।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৯ পয়সা বা ৬ দশমিক ৫৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৬০ পয়সা দরে। আজ কোম্পানির ১০ লাখ ২৯ হাজার ৫৫১টি শেয়ার ৩৪০ বারে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২ পয়সা বা ১ দশমিক ১২ শতাংশ।

এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, উসমানিয়া গ্লাস, বিএটিবিসি, ন্যাশনাল টি কোম্পানি এবং মতিন স্পিনিং মিলস।