মহামারিতে দেশে ফিরেছেন ৪ লাখ ৮ হাজার প্রবাসী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২১ ১৪:৩৮:১০
চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা পরিস্থিতিতে বিদায়ী ২০২০ বছরের এপ্রিল মাস থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন প্রবাসী দেশে ফিরেছেন। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৪৯ হাজার ৯২৪ জন। বুধবার জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এ সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, ফেরত আসা কর্মীদের মধ্যে যেমন কর্মহীন হয়ে পড়া রয়েছে তেমন চুক্তির মেয়াদ শেষ হয়ে স্বাভাবিকভাবে ফেরত আসা শ্রমিকও রয়েছেন।
মহামারি করোনা পরিস্থিতির কারণে সমস্যাগ্রস্ত কর্মীদের কর্মসংস্থান তথা পুনর্বাসনের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের তথ্যও জাতীয় সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, গন্তব্য দেশে সমস্যাগ্রস্ত কর্মীদের দেশে যেন ফেরত আসতে না হয় সে লক্ষ্যে আপত্কালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দূতাবাসের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সানবিডি/এনজে