সিরাজগঞ্জে এবার সরিষা চাষের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-০৬ ১৮:৪৫:০৮


সিরাজগঞ্জে এবার মৌসুমি সরিষা চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা ক্ষেত থেকে এ সরিষা উঠিয়ে মাড়াই শুরু করেছে। ইতিমধ্যেই এ নতুন সরিষা সংশ্লিষ্ট হাট বাজারে উঠছে। এ সরিষার দাম এখন ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার জেলার ৯টি উপজেলায় ৪৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে এ লাভজনক সরিষা চাষ করা হয়েছে। এসব সরিষার মধ্যে রয়েছে, বারি-১৪, বারি ১৫, বারি ১৭ ও টোরি ৭। যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলসহ শয্য ভান্ডার নামে খ্যাত উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে এ সরিষা চাষাবাদ বেশি হয়েছে।

গত বছরের চেয়ে এবার এ সরিষার উৎপাদনও ভালো হয়েছে। গত মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিক থেকে এ সরিষা উঠানো ও মাড়াই শুরু হয়েছে। স্থানীয় তেল মিল ও মজুদ ব্যবসায়ীরা হাট-বাজারে এ নতুন সরিষা কেনা শুরু করেছে। সরিষা কেনা বেচার হাট হিসেবে পরিচিত এ জেলার সলংগা, পাঙ্গাসী, রানীরহাট, বয়লা, উল্লাপাড়া, পিপুলবাড়িয়া, বহুলী, চন্ডিদাসগাতীঁ, শিয়ালকোল, গ্রাম পাঙ্গাসী, তালগাছি, সোহাগপুর, নাটোয়ারপাড়া, সোনামূখী ও নলকা।

বর্তমানে এসব হাট-বাজারে প্রতি মণ সরিষা গড়ে সাড়ে ১৮’শ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সরিষা কেনা বেচা এখন সুবিধাজনক। এ জেলার শত শত মেট্রিক ট্রন সরিষা ঢাকা ও চিটাগাংসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এদিকে কৃষকরা বলছেন, ক্ষেত থেকে সরিষা উঠানোর পর মৌসুমি ইরি বোরো ধান চাষ শুরু করা হয়েছে।

সরিষা চাষাবাদে খরচ কম ও বাজারে দাম ভালো থাকায় লাভের মুখ দেখছে কৃষকেরা। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আবু হানিফ বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার চাষে বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষকেরা বাজারে দামও ভালো পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।