বিএসসিসিএল স্পট মার্কেটে যাচ্ছে কাল

আপডেট: ২০১৫-০৯-২১ ১৬:০৫:৪৯


bsccl-logo-পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) আগামীকাল ২২ সেপ্টেম্বর মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, বিএসসিসিএল গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটি আগের বছর অর্থাৎ ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর  শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৪২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

২০১২ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।